Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এক নজরে

এক  নজরে-  ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী বাংরাদেশ সরকারের একটি সেবাধর্মী প্রতিষ্ঠান। এটি স্বরাষ্ট মন্ত্রনালয়ের সেবা ও সুরক্ষা বিভাগের অন্তর্ভূক্ত। অগ্নিকান্ডসহ যে কোন দূর্যোগ দূর্ঘটনায় প্রথম সাঢ়াপ্রদানকারী হিসাবে এই প্রতিষ্ঠানের কর্মীগণকাজ করে থাকে। সুনামগঞ্জ জেলায় বিদ্যমান ১১ টি উপজেলার মধ্যে বর্তমানে সুনামগঞ্জ, দক্ষিণ সুনামগঞ্জ, ছাতক. জগন্নাথপুর, দিরাই, বিশ্বম্ভরপুর, দোয়ারাবাজার এবং তাহিরপুর উপজেলাসহ মোট ০৮ টি ফায়ার স্টেশন চালু আছে। জেলার ২৫৭ টি পদের মধ্যে ১৪৮ জন কর্মকর্তা ও কর্মচারী কর্মরত এবং ১০৯ টি পদ শুন্য রয়েছে। এছাড়াও ১৫৬ প্রকল্পের অধীনে জামালগঞ্জ ৯৭%,ধর্মপাশা ৯৬% এবং শাল্লা ফাযার স্টেশনের ৯৮% কাজ সম্পন্ন হয়েছে।

সুনামগঞ্জ মহকুমা প্রতিষ্ঠিত : ১৮৭৭ খ্রি: 

 

জেলায় উন্নীত : ১লা মার্চ, ১৯৮৪ খ্রি:

 

বিষয়

বৈশিষ্ট্য

আয়তন

৩৭৪৭.১৮ বর্গ কি.মি.

জনসংখ্যা

২৪,৬৭,৯৬৮ জন। (আদমশুমারী ২০১১)

পুরুষ 

১২,৩৬,১০৬ জন।

মহিলা

১২,৩১,৮৬২ জন।

জন সংখ্যার ঘনত্ব

৬৫৯ জন (প্রতি বর্গ কি:মি:)

পুরুষ-মহিলা অনুপাত

১০১:১০০

নির্বাচনী এলাকা

০৫ টি

মোট ভোটার সংখ্যা

১৫,০২,৯৭৩ জন।

পুরুষ ভোটার

৭,৫১,২৬০ জন

মহিলা ভোটার

৭,৫১,৭১৩ জন।

উপজেলা

১২টি

থানা

১২টি

পৌরসভা

৪টি

ইউনিয়ন

৮৭টি

মৌজা   

১৫৩৫টি

গ্রাম

২,৮৮৭টি

নগরায়ন

১০.৩৮%

বার্ষিক বৃষ্টিপাত

৩৩৩৪ মি.মি.

বার্ষিক গড় তাপমাত্রা

সর্বোচ্চ ৩৩.২ সেলসিয়াস, সর্বনিম্ন ১৩.৬ সেলসিয়াস

আর্দ্রতা

৭৮%-৯০%

সরকারি হাসপাতাল

১২টি

 স্বাস্থ্য কেন্দ্র

২২টি

জনসংখ্যা বৃদ্ধির হার

২.০২

শিশু মৃত্যুর হার

৬২ ( প্রতি হাজারে)

গড় আয়ূ

৬২ বছর

মহাবিদ্যালয়

২৬টি, সরকারি-২টি, বেসরকারি-২৪টি।

মাধ্যমিক বিদ্যালয়

২০৯টি, সরকারি-৫টি, বেসরকারি-২০৪ টি।

সরকারি প্রাথমিক বিদ্যালয়

৮৫৬টি।

কমিউনিটি প্রাথমিক বিদ্যালয়

০৪টি

মাদ্রাসা (সকল)

৯৭টি।

স্বাক্ষরতার হার 

৩৫%, পুরুষ-৩৬.০৯%, মহিলা-৩৩.০১ %

সুনামগঞ্জ জেলার প্রথম মহকুমা প্রশাসক

মি. ব্ল্যাক

বর্তমান জেলা প্রশাসক 

 দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী

ডাকঘর

১১১টি

বিদ্যুতায়িত গ্রাম

৩৪%

টেলিফোন গ্রাহক

৩,৫১০ জন

টিউব ওয়েল

সরকারি-২০,৫১৭টি, বেসরকারি-২১,৯৯২টি।

নদী

২৬টি

বদ্ধ জলমহাল (২০ একরের ঊর্ধ্বে)

৪২০টি

বদ্ধ জলমহাল (২০ একরের নিচে)

৬২৫টি

উন্মুক্ত জলমহাল

৭৩টি

হাট-বাজার

২১৬টি

মোট জমি

৩,৭৯,২১৬ হেক্টর

মোট আবাদী জমি

২,৭৬,৪৩৪ হেক্টর

কৃষি পরিবার

২,৯৪,১০৯টি

পেশা (কৃষিকাজের উপর নির্ভরশীল )

৪৩.৮৬%

সুনামগঞ্জ-সিলেট সড়ক দূরত্ব      

৬৮ কি:মি:

সুনামগঞ্জ- ছাতক সড়ক দূরত্ব 

৫৭ কি.মি.

সুনামগঞ্জ-জগন্নাথপুর  সড়ক দূরত্ব       

৪৪ কি.মি.

সুনামগঞ্জ-দিরাই সড়ক দূরত্ব  

৩৭ কি.মি.

এলজিইডি কর্তৃক বাস্তবায়িত গ্রোথ সেন্টার

৪৪টি

বিভিন্ন ব্যাংকের শাখা

৯০টি

নিবন্ধিত সমবায় সমিতি

প্রাথমিক-১,৫৫২টি, কেন্দ্রীয়-০৮টি।

বিসিক শিল্প নগরী

জমির পরিমাণ-১৬.১৫ একর, মোট প্লট - ১১৬টি।

নিবন্ধিত স্বেচ্ছাসেবী সংগঠন

৮৭৯ টি

এতিমখানা

সরকারি-১টি, বেসরকারি-১১টি।

ঘূর্ণায়মান তহবিল

৭১,০৮,৯৪৩/-

শিল্প কারখানা

০৫টি। (১) ছাতক সিমেন্ট ফ্যাক্টরি (২) টেকেরঘাট চুনাপাথর খনি প্রকল্প (৩) লাফার্জ সুরমা সিমেন্ট ফ্যাক্টরি (৪) ছাতক পাল্প এন্ড পেপার মিলস (৫) আকিজ ফুড এন্ড বেভারেজ লি:।

মসজিদ

৩০৮৩টি

মন্দির

৪৩০ টি

গীর্জা

০৯টি

ইউনিয়ন ভূমি অফিস

২৯ টি এবং ক্যাম্প অফিস-০৫টি।

পাকা রাস্তা

৮,৮৮৫ কি.মি.

কাঁচা রাস্তা

২,৮১৩ কি.মি.

প্রাণীসম্পদ হাসপাতাল

১১টি

আবাসন/আশ্রয়ণ প্রকল্িপ

০২টি

আদর্শ গ্রাম

০৯টি

খেয়াঘাট/নৌকাঘাট

১২৪টি

দর্শনীয় স্থান

(১) টাঙ্গুয়ার হাওর  (২) হাছন রাজার বাড়ি (৩) লাউড়ের গড় (৪) ডলুরা স্মৃতি সৌধ (৫) পাগলা মসজিদ (৬) দোহালিয়া জমিদার বাড়ি (৭) ধলমেলা অনুষ্ঠান স্থল (৮) টেকেরঘাট চুনাপাথর খনি প্রকল্প (৯) পনাতীর্থ ধাম (১০) গৌরারং জমিদারবাড়ি (১১) নারায়ণতলা মিশন (১২) টেংরাটিলা গ্যাস ফিল্ড ( ১৩) টাউনহল জামে মসজিদ (১৪) সৈয়দ উমেদ হারুন বোগদাদী (রহ:) মাজার।